
কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসমন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা খালেদার সুচিকিৎসার দাবি জানিয়েছি। এক্ষেত্রে ইউনাইটেড হাসপাতালের প্রতি উনার আস্থা রয়েছে। আগেও ওখানে চিকিৎসা করিয়েছেন তিনি। সেখানে ভর্তির কথাই আমরা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রীও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে সাংবাদিকদের একথা জানান নজরুল ইসলাম খান।