
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করতেই সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলছে বিএনপি।
তিনি আরো বলেন, প্রয়োজন হলে সেনা মোতায়েন হবে। দেশে এমন পরিস্থিতি তৈরি হয়নি যে বিএনপির কথামত সেনা মোতায়েন করতে হবে।
শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে রাজমনী ঈশা খাঁ হোটেলে কক্সবাজারের হোয়াইট স্যান্ড রিসোর্ট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেতুমন্ত্রী।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা রোধে মানসিকতার পরিবর্তন দরকার। আমি মন্ত্রী হিসেবে কি দায় এড়াতে পারবো? আমি অসহায়!
ওবায়দুল কাদের বলেন, চালকরা কে কার আগে যাবে, কত ট্রিপ দেবে- এসব নিয়ে প্রতিযোগিতায় থাকে। আমরা মানুষরাও জীবন নিয়ে খুব কম ভাবি।
সড়ক দুর্ঘটনা নিয়ে সমালোচনার জবাব দিয়ে মন্ত্রী বলেন, আমাকে কোনঠাসা করে লাভ নেই। আমি হতাশ নই।
মন্ত্রী কক্সবাজারে পর্যটন বিকাশে হোয়াইট স্যান্ড রিসোর্টের কার্যক্রমের সফলতা প্রত্যাশা করে বলেন, এতে নতুন সুযোগ সরবরাহ করা হবে। তবে এমন অনেক উদ্যোগই শুরু হয় ঢাকঢোল পিটিয়ে ও ঝাকঝমক করে। কিন্তু শেষ হয় ঝিমিয়ে।
এ সময় মন্ত্রী বলেন, সন্ধ্যার পর কক্সবাজারে আর কিছু নেই। কিছু এন্টারটারটেইনমেন্ট থাকা দরকার ছিলো। মানুষকে রাতের বেলাতেও সাগর দেখাতে হবে।
এছাড়া অনুষ্ঠানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, হোয়াইট স্যান্ড রিসোর্টের ডিএমডি ফারিয়া মাহবুব পিয়াশা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন…
ভুল ছেলেটারও হতে পারে: কাদের
দুই পাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে হাত হারিয়ে মারা যাওয়া যুবকের মৃত্যুর ঘটনায় চালককে একতরফা দোষ দিতে নারাজ সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মনে করেন, এখানে ছেলেটিরও ভুল থাকতে পারে।
গত ৩ এপ্রিল রাজধানীতে হাত হারানো রাজীব মারা যান মঙ্গলবার (১৭ এপ্রিল) প্রথম প্রহরে। পরদিন রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে যাওয়া কাদেরের কাছে এই মৃত্যু নিয়ে প্রশ্ন রাখেন সাংবাদিকরা।
এই মৃত্যুর পেছনে সড়কের অবস্থাপনা দায়ী কি না-এমন প্রশ্নে সড়ক মন্ত্রী বলেন, ‘সড়কের খারাপ-ভালো তো এর সঙ্গে জড়িত না। যারা চালাচ্ছে এবং গাড়িতে যারা আরোহী, তারা এর সঙ্গে দায়ী।’
‘হতে পারে ওই ছেলেটাও ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে। এ ব্যাপারে চালকদের সচেতন হতে হবে।’
দুর্ঘটনার দিন রাজীব বিআরটিসির বাসে দরজায় দাঁড়িয়ে যাচ্ছিলেন। এ সময় স্বজন পরিবহনের এক বাসের চাপায় তার ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাজীব বাস থেকে পড়ে গিয়ে মস্তিস্কে আঘাত পান। আর এই আঘাতেই মৃত্যু হয়েছে তার।
রাজীবের হাত চাপা পড়ার ছবি প্রকাশ হলে এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। গণপরিবহনের নৈরাজ্যের বিষয়টি আবার সামনে চলে আসে।
তবে সড়ক মন্ত্রী এই দুর্ঘটনার পেছনে সড়কের কোনো অব্যবস্থাপনাকে দায়ী মনে করেন না। তিনি বলেন, ‘ছেলেটার হাত চলে গেছে, একটা ইমপরটেন্ট কাগজে আমি দেখলাম, সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। এর সঙ্গে সড়ক ব্যবস্থাপনার কী সম্পর্ক?’
তাহলে কে দায়ী?-এমন প্রশ্নে কাদের বলেন, ‘চালকদের সচেতনতা খুব জরুরি। এখানে সড়কের কোনো সম্পর্ক নেই। গাড়ি ওভারটেক করতে গিয়ে একজনের হাত গেল, এর সঙ্গে সড়কের কী সম্পর্ক?’