
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর গ্রামস্থ জনৈক ছবিউল এর বসতবাড়ী পশ্চিমে বাঁশঝাড়ে
অভিযান পরিচালনা করিয়া ২ কেজি ৪২৫ গ্রাম গাজা সহ আজ ১৮ এপ্রিল বুধবার তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছ র্যাব ১৩।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে (১) ছবিউল (৪৮),মঞ্জু মিয়ার ছেলে (২) ফারুক (৩৫), হাট লক্ষীপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে (৩) এনতাজ (৫৩) কে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর সদস্যরা ।
এসময় গ্রেফতারকৃত দের নিকট হতে তিনটি মোবাইল ফোন,চারটি সিম কার্ড,দুইটি মেমরিকার্ড উদ্ধার করা হয় আসামীরা দীর্ঘ দিন ধরে অত্র এলাকায় মাদক ব্যাবসার সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে ।