
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল শনিবার দুপুরে সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধানের সভাপতিত্বে সাঘাটা উপজেলার বোনরপাড়া রেল ষ্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ের উদ্ধোধন করেন এবং পরে সেখানেই এক কর্মী সমাবেশ ও গন সংযোগ অনুষ্ঠিত হয় ।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলিগের নির্বাহী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন বলেন সাঘাটা উপজেলা বাসী অনেক অন্যায় অত্যাচার সহ্য করেও আজ ঘুরে দাড়িয়েছে আর সে কারনেই র্দিঘদিন পরে হলেও আমরা একটি দলীয় কার্যালয় উদ্ধোধন করতে পেরেছি, তিনি আরো বলেন গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা কে আবারো নোৗকা মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চায় দেশবাসী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সাঘাটা উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক এ্যাড এস এম সামশীল আরোফিন টিটু সহ জেলা আওয়ামীলিগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।