
ব্যাটারী চালিত অটোবাইকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আজ ১০ এপ্রিল মঙ্গলবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ চত্বরে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়।
অটোবাইক মালিক সমিতির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার ও গাইবান্ধা পৌরসভার কাউন্সিলরবৃন্দ এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। গণজমায়েতে অটোবাইক চালকরা চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন বিভিন্ন সড়কে নামে-বেনামে তাদের কাছ থেকে জোর করে চাঁদা নেয়া হয়। এছাড়া শহরে চলাচলের সময় জ্যামে আটকা পড়লে পুলিশ গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ি ক্ষতিগ্রস- হওয়ায় তারা আর্থিক সংকটে পড়েন। অটোবাইক চালকরা এসব সমস্যা থেকে পরিত্রান চান। তারা বলেন, পৌরসভা থেকে নতুন গাড়ির লাইসেন্স এবং মেয়াদ উর্ত্তিন্ন হলে জন্য নবায়ন করতে হয়। এর বাইরেও পৌর টোল ছাড়াও বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দেয়ার ফলে তাদের উপার্জন কমে যায়। এতে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করে আসছেন। ব্যাপক আলোচনা শেষে পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন সকল প্রকার চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে পৌর টোল মওকুফের ঘোষণা দেন। এখন থেকে পৌর এলাকার কোন সড়কেই টোল আদায় করা হবে না। তবে পৌর এলাকায় চলাচল করতে হলে নতুন অটোবাইকের জন্য লাইসেন্স এবং মেয়াদ উত্তীর্ণ হলে পুরাতন অটোবাইকের নবায়ন করতে হবে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বলেন, অবৈধভাবে চাঁদা তোলার কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌর টোল মওকুফ ও চাঁদা বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণায় অটোবাইক চালকরা স্বস্তি প্রকাশ করেছেন।