
“বদ্ধভূমি সংরক্ষণ করুন, মুক্তিযুদ্ধের চেতনা কে হৃদয়ে ধারণ করুন ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা বদ্ধভূমি সংরক্ষণ কমিটির আয়োজনে আজ ১৭ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
৪৭ বছর আগে ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই দিনে পলাশবাড়ী সদরে সি এম বি অফিস সংগ্লন্ন খাইরুলের দিঘীরপাড়ে মহান মুক্তিযুদ্ধে সম্মূখ্য যুদ্ধে জীবন উৎসর্গকারি ততৎকালিন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের আত্মত্যাগের ইতিহাস স্বসম্মানে স্মরণে লক্ষে আজ বিকাল এ জনসামেবেশ আয়োজন করা হয়েছে।
উপজেলা বদ্ধভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক অধ্যক্ষ ছাইফুল্যার রহমান চৌধুরী তোতার সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখবেন উপজেলার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ কারি সর্বস্তরের মানুষ।
উক্ত জনসমাবেশ সফল করেত দলে দলে যোগ দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারি মুক্তিযোদ্ধাগণের রক্তের ঋন পরিশোধের আহবান জানান উপজেলা বদ্ধভূমি সংরক্ষণ কমিটির সদস্য সচিব আব্দুল্ল্যাহ আদিল নান্নু।