
না ফেরার দেশে চলে গেলেন নায়িকা ফারজানা ববি। তিনি ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা ছিলেন।
শুক্রবার রাত ১০টায় উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি।
শনিবার বাদ জোহর তার জানাজা শেষে আজিমপুর গোরস্থানে লাশ দাফন করা হয়। তিনি বাংলা চলচ্চিত্রের সর্বাধিক গানের নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ববি ব্রেইন স্টোকে মারা যান।
নায়িকা ফারজানা ববি ‘পাগলী’ ছবিতে অভিনয়ের জন্য সবার নজর কাড়েন। ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দ্বিতীয় নায়িকা ছিলেন তিনি। এ ছাড়া বেশকিছু ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি।