
বিচার বিভাগীয় কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, মন্তব্য প্রকাশের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এরই মধ্যে ওই চিঠি দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজ, নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, দ্রুত ট্রাইব্যুনালের বিচারক, সাইবার ট্রাইব্যুনালের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সব বিচার বিভাগীয় কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আইন মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ এর উপ-সচিব মো. মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত গত ২ এপ্রিল জারি করা অফিস আদেশে বলা হয়েছে, অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা তাদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক মন্তব্য/ লেখা ও অমার্জিত ছবি পোস্ট করছেন, যা একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে তাদের পদ, পদবী ও বিচার বিভাগের সঙ্গে অসাঞ্জস্যপূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টিকটুও বটে। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’
চিঠিতে বিচার বিভাগের সম্মান ও নিজ পদ পদবির বিষয়টি বিবেচনায় রেখে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য, ছবি পোস্ট করার জন্য অনুরোধ করা হয়।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব মো. মাহবুবার রহমান সরকার বলেন, ‘বিচার বিভাগের অনেক কর্মকর্তাই তাদের ব্যক্তিগত পর্যায়ের ছবি, সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর ছবিসহ নানা ধরনের লেখা পোস্ট করেন। যা তার পদের সঙ্গে বেমানান। তাই এই অনুরোধ করা হয়েছে।’