
গাইবান্ধার ফুলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় তিনটি ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২১ এপ্রিল শনিবার সকালে ব্রিজগুলো নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
ব্রীজগুলো হচেছ ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার হতে সিংড়িয়া বাজার জিসি সড়কে ১ কোটি ২৬ লক্ষ ২৬ হাজার ২৬৫ টাকা ব্যয়ে ১৮ মিটার আর সিসি গার্ডার ব্রিজ, উদাখালী ইউপি হেডকোয়ার্টার হতে গুনভরি জিসি সড়কে ১ কোটি ৭১ লক্ষ ৮৬ হাজার ৫৩৬ টাকা ব্যয়ে ৩২ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, গুনভরি জিসি হতে বাদিয়াখালী আর এন্ড এইচ সড়কে ১ কোটি ৪৪ লক্ষ ৫৮ হাজার ৮০৬ টাকা ব্যয়ে ২০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখ, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী অতিরিক্ত ছাবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক মোল্লা, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল প্রমুখ।