
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে বেদম মারপিটে জমিলা বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, জমিলা বেওয়ার কাছ থেকে ৬ মাস আগে একই গ্রামের নুরু মিয়ার ছেলে নিপুল মিয়া নগদ এক হাজার টাকা ও ৪শ’ টাকা মূল্যের ২মণ খড়ি ধার নেয়। দীর্ঘদিন পরেও টাকা ফেরত না দিয়ে নানা তালবাহানা করতে থাকে নিপুল মিয়া। গত বুধবার জমিলা বেওয়া পুনরায় নিপুল মিয়ার বাড়িতে টাকা চাইতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে নিপুল মিয়া ও তার পরিবারের লোকজন মিলে বৃদ্ধা জমিলাকে বেদম মারপিট করে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জমিলা বেওয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।