
দেশের ৫টি গুরুত্বপূর্ণ জেলার ইংরেজি নামের বানান বদলে গেছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল ও বগুড়া।
সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এটি প্রস্তাব আকারে উত্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে গেজেট পাশ করে তা বাস্তবায়ন করা হবে।
এতদিন, চট্টগ্রাম জেলা ও বিভাগের ইংরেজি বানান ছিল Chittagong, এখন বাংলা নামের সাথে মিলিয়ে তা Chattagram রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, বরিশালের ইংরেজি বানান Barisal-এর স্থলে Barishal, বগুড়ার ইংরেজি বানান Bogra-এর স্থলে Bagura, যশোরের বানান Jessore-এর বদলে Jashore এবং কুমিল্লার বানান Comilla-এর স্থলে Kumilla করার প্রস্তাব আসছে।
নিকার সভার জন্য মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক সারসংক্ষেপে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলা নামের সাথে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়। সারসংক্ষেপে, নিকার সভার অনুমোদক্রমে ২০০০ সালে ‘নবাবগঞ্জ’ জেলার নাম পরিবর্তন করে ‘চাঁপাইনবাবগঞ্জ’ করার উদাহরণ তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca-এর থেকে পরিবর্তন করে Dhaka করা হয়।
NICAR (নিকার) আসলে কী?
নতুন উপজেলা ঘোষণা করে কে?
NICAR ইংরেজি National Implementation Committee for Administrative Reform এর সংক্ষিপ্ত রুপ। এর বাংলা অর্থ দাঁড়ায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ।।
গঠন:- নিকার ১৯৮২ সালে তদানীন্তন সামরিক শাসনামলে প্রতিষ্ঠিত হয়।যার প্রথম চেয়ারম্যান ছিলেন ডেপুটি চিফ-মার্শাল- ল জনাব এম এ খান।
নিকারের কাজ কী:
সংক্ষেপে নিকারের কাজ হলো:– নতুন ইউনিয়ন, পৌরসভা,থানা,উপজেলা,জেলা,বিভাগ গঠন সংক্রান্ত প্রশাসনিক কমিটি। পুরো দেশকে কিভাবে সাংগঠনিক কাঠামোতে সাজাতে হবে সেই কাজ করে নিকার। নতুন কোন থানা/ উপজেলা/জেলা হবে কিনা এই সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা করবেন নিকার। যেমন:- আজ ঘোষিত হলো দেশের ৪৯১ তম উপজেলা কুমিল্লার লালমাই।
একটি মন্ত্রণালয় কে একাধিক মন্ত্রনালয়ে ভাগ করা বা মন্ত্রনালয়ের মধ্যে একাধিক বিভাগ করার কাজও করে নিকার।
নিকারের এর প্রধান কে?
এর প্রধান বা আহবায়ক হলেন মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি অর্থমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীগণ এই কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রীপরিষদ সচিব ও অন্যান্য সচিবেরাও এর সদস্য।
মন্ত্রীপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দিবেন।