
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের দক্ষিণপাড়ায় প্রায় ২৫ টি পরিবার আগুন আতংঙ্ক দিনাতিপাত করছে। গত তিনদিন হলো দিনের বেলায় প্রায় ১৩ বার বসতবাড়ীর ঘরে, খড়ের পালায় বিভিন্ন স্থানে আগুন লেগে কাপড়, আসবাসপত্র পুড়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ও স্থানীয়রা জানায়,গত তিন দিন হলো এ পাড়ায় দিনের বেলায় কয়েকটি স্থানে একাধিক বার আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ১৩ টি বার আগুন লেগে বসত ঘরের আসবাস পত্র, কাপড়,খড়,খড়ির পালা আগুনে পুড়ে যায়।
উক্ত গ্রামের রেজাউল করিম জানান,গত তিন দিন ধরে আমরা এলাকাবাসি আগুন আতংঙ্কে বসবাস করছি। ঘরের কাপড় ধরি আসবাসপত্র অন্যের বাড়ীতে রেখে দিনাতিপাত করছি। আমাদের সহায়তা করুন আগুন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা জরুরী হয়ে পড়েছে।
এদিকে এ ঘটনার পর আজ ৬ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার আরিফ হোসেন।এসময় পলাশবাড়ী থানা পুলিশের এস আই রেজাউলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।