
গাইবান্ধার পলাশবাড়ীতে পেটের ব্যথা সহ্য করতে না পেয়ে হিন্দু পরিবারের গৃহবধূ অনিতা রানী(৩২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ ৮ এপ্রিল রবিবার বিকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের আটঘরিয়া গ্রামের হিন্দু পাড়ায়।
পারিবারিক সূত্র জানায়,ওই গ্রামের হিন্দু পাড়ার বাসিন্দা দিনমজুর ধনঞ্জয় অন্যান্য দিনের ন্যায় সকালে পার্শ্ববর্তি অন্যের পানবরজে কাজ করার উদ্দেশ্যে বাড়ী থেকে বেরিয়ে যায়।দিনশেষে বিকেলের দিকে ৫/৬ বছর বয়সি একমাত্র মেয়ে খেলাধূলার জন্য বাড়ীর বাইরে যায়। এদিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে তাদের শয়ন ঘরের তীরের সাথে রশ্মি ঝুলে আত্মহত্যা করে।
ছোট্ট মেয়ে বাড়ীতে ফিরে মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়।
এসময় পার্শ্ববর্তিরা ঘটনাস্থলে এসে ইউনিয়ন পরিষদে খবর দেয়। ইউপি সদস্য পল্লব ও লোকমানসহ গ্রাম পুলিশের সদস্য ও অন্যান্যরা ঘটনাস্থলে এসে লাশ মাটিতে নামায়।
পরিবার ও পাড়া-প্রতিবেশি জানায়,গৃহবধূ অনিতা রানী দীর্ঘদিন ধরে অসহ্য পেটের ব্যথায় ভুগছিল। এক পর্যায় অপারেশন করেও আরোগ্য না হওয়ায় মনের ক্ষোভে-দুঃখে গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেছে।