
গাইবান্ধা জেলার পলাশবাড়ী সদরে ঢাকা রংপুর মহাসড়কের নবীনগর ড্রিমল্যান্ড পূর্ব পাশে আলু বোঝাই ট্রাক উল্টে যায়। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়।
স্থানীয়ভাবে ও ট্রাকের হেলপারের নিকট জানা যায়, আজ ১১ এপ্রিল বুধবার সন্ধ্যায় রংপুর জেলার নাগেরহাট হতে গাজীপুর কোনাবাড়ি গামী আলু বোঝাই ট্রাক (সাগর শাওন পরিবহন ঢাকা মেট্রো -ড ১১-৬৭৩৩) আনুমানিক রাত ৮ টায় ঢাকা -রংপুর মহাসড়কে পলাশবাড়ীর নবীনগর ডিমল্যান্ডের কাছে পৌছিলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ধানের জমিতে পড়ে যায়। এতে ট্রাকটির হেলপার পড়ে গিয়ে আহত হয়।
ঘটনাস্থলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে আহত হেলপারকে উদ্ধার করত হাসপাতালে ভর্তি করে। এবং স্থানীয় শ্রমিকদের সহায়তায় ট্রাকটি ধানের জমি হতে উত্তোলন করে।
আহত ট্রাক হেলপার জাভেত হোসেন (২৮) মিঠাপাকুর উপজেলার ৮ নং চেংমারি ইউনিয়নের সাটোপাড়া গ্রামের আফছার মিয়ার ছেলে।
উল্লেখ্য,অত্র এলাকা প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় জনমনে আতংঙ্ক বিরাজ করছে। সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা জরুরি হয়ে পড়েছে।