
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রচলিত ব্যবস্থায় মানুষের আস্থা নাই। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রশ্নটা আস্থার। মানুষ যদি সেনাবাহিনী চায়, তারা আসবেন না কেন? তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী। সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা আছে। নির্বাচন কমিশনও সেনাবাহিনী মোতায়েন চেয়েছে। এটা বিতর্কের বিষয় নয়, প্রয়োজন মেটানোর বিষয়। তারা বলতে পারেন না যে সেনাবাহিনী আসবেন না। তারা অন্য অনেক বিষয়ে অংশগ্রহণ করেন। তাদের আনা হবে না কেন?’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ বিভাগীয় পরিকল্পনা সভায় শুক্রবার ড. তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে সুজন সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সরকারি দল যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। এ জন্য নাগরিকদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’
‘সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন একি সঙ্গে রাজনীতিকদের সদাচার করতে হবে। ভূমিকা পালন করতে হবে গণমাধ্যমকেও। নির্বাচন কমিশন যদি তার সাংবিধানিক দায়িত্ব পালন করে, তবেই নির্বাচন সুষ্ঠু হবে,’ যোগ করেন বদিউল আলম।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুজনের ময়মনসিংহ শাখার সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় আরো বক্তব্য দেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শেখ বাহার মজুমদার, শ্যামলেন্দু পাল প্রমুখ।
সভায় ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, মহানগর ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ ছাড়া বিকেলে জামায়াতে ইসলামী ছাড়া শহরে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ‘সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত নির্বাচন বিষয়ে নাগরিক সমাজের ভাবনা’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীকে বিতর্কিত করতেই সেনা মোতায়েনের দাবি বিএনপি’র: ওবায়দুল
সেনাবাহিনীকে বিতর্কিত করতেই সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে রাজমনী ঈশা খাঁ হোটেলে কক্সবাজারের হোয়াইট স্যান্ড রিসোর্ট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেতুমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, দুর্ঘটনা রোধে মানসিকতার পরিবর্তন দরকার। আমি মন্ত্রী হিসেবে কি দায় এড়াতে পারবো? আমি অসহায়!
ওবায়দুল কাদের বলেন, চালকরা কে কার আগে যাবে, কত ট্রিপ দেবে- এসব নিয়ে প্রতিযোগিতায় থাকে। আমরা মানুষরাও জীবন নিয়ে খুব কম ভাবি।
সড়ক দুর্ঘটনা নিয়ে সমালোচনার জবাব দিয়ে মন্ত্রী বলেন, আমাকে কোনঠাসা করে লাভ নেই। আমি হতাশ নই।
মন্ত্রী কক্সবাজারে পর্যটন বিকাশে হোয়াইট স্যান্ড রিসোর্টের কার্যক্রমের সফলতা প্রত্যাশা করে বলেন, এতে নতুন সুযোগ সরবরাহ করা হবে। তবে এমন অনেক উদ্যোগই শুরু হয় ঢাকঢোল পিটিয়ে ও ঝাকঝমক করে। কিন্তু শেষ হয় ঝিমিয়ে।
এ সময় মন্ত্রী বলেন, সন্ধ্যার পর কক্সবাজারে আর কিছু নেই। কিছু এন্টারটারটেইনমেন্ট থাকা দরকার ছিলো। মানুষকে রাতের বেলাতেও সাগর দেখাতে হবে।
বিএনপির সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন হলে সেনা মোতায়েন হবে। সেনাবাহিনীর সাথে সরকারের একটা বিরোধ বাধাতে বিএনপি বার বার এ দাবি তুলে উসকানি দিচ্ছে। প্রয়োজনে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া অনুষ্ঠানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, হোয়াইট স্যান্ড রিসোর্টের ডিএমডি ফারিয়া মাহবুব পিয়াশা প্রমুখ উপস্থিত ছিলেন।