
ভারতে ধর্ষণের ঘটনা যেন আর থামছেই না। বরং এসব ধর্ষণের ঘটনাগুলোকে কেন্দ্র করে জন্ম হচ্ছে আরও নতুন নতুন লজ্জাষ্কর ঘটনা। এবার এই তালিকায় নাম লেখালেন তামিলনাড়ু রাজ্যের গভর্নর বানওয়ারিলাল পুরোহিত।
সম্প্রতি রাজ্যের এক ডিগ্রি কলেজে এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাজ ভবনে সংবাদ সম্মেলন ডেকেছিলেন ৭৮ বছর বয়সী ওই নেতা। কিন্তু সেখানেই তিনি এক নারী সাংবাদিকের গালে হাত বুলিয়ে যৌন হয়রানির অভিযোগে ফেঁসে গেছেন। এ নিয়ে ক্ষোভ জানিয়ে টুইট করেছেন ‘দ্য উইক’ পত্রিকার ওই নারী সাংবাদিক। সেখানে তিনি বলেন, ‘সংবাদ সম্মেলন শেষ করে চলে যাচ্ছিলেন গভর্ণর বানওয়ারিলাল পুরোহিত। এ সময় আমি তাকে একটি প্রশ্ন করি। তখন উত্তর দিতে দিতে তিনি আমার গালে হাত বুলাতে থাকেন।’
ওই সাংবাদিক বলেন, ‘কোনো রকম অনুমতি না নিয়ে একজন অপরিচিত নারীর গায়ে হাত দেয়াটাও যে যৌন হয়রানির মধ্যে পড়ে, এ সম্পর্কে কোনো ধারণাই নেই ওই গভর্নরের। একবার নয়, তিনি কয়েকবার আমার গালে হাত দিয়েছেন।’
এরপরই তিনি ওই গভর্নরের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গভর্নর বানওয়ারিলাল পুরোহিত আপনি ভুল করেছেন। আপনার এই ‘দাদা মহাশয়সুলভ আচরণে আমি ক্ষুব্ধ।’
এ ঘটনায় বানওয়ারিলালের সমালোচনা করেছে তামিলনাড়িুর বিরোধী দল ডিএমকে-ও। তারা বলছে, একটি গুরুত্বপূর্ণ সাংবাধানিক দায়িত্বে থাকা কোনো ব্যক্তির এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না।
সূত্র: এনডিটিভি