
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রবিবার চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ স্কাউটের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, আজ সকালে হেলিকপ্টারে হাইমচর উপজেলায় পৌঁছে প্রধানমন্ত্রী সেখানে চরভাঙ্গায় ষষ্ঠ কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে তিনি জেলা সদরে যাবেন এবং চাঁদপুর স্টেডিয়াম থেকে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তিনি আট বছর পর চাঁদপুর সফরে এসেছেন। জেলা হাইমচর উপজেলার সড়কগুলো সুসজ্জিত করা হয়েছে।
তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে।
এ ছাড়া আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী দলীয় নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন।