
টঙ্গীতে জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৩০ জন।
ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। টঙ্গি থানার ওসি কামাল হোসেন জানান, টঙ্গীতে জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।