
গাইবান্ধা জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনার শীর্ষ স্থান অর্জন করেছে জেলা ডিবি পুলিশ।এ অর্জন গোটা গোয়েন্দা বিভাগের। তার পড়ে ও শুধু মাত্র মার্চ ২০১৮ সালে মাদক বিরোধী সর্বোচ্চ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এস আই মমিরুল ইসলাম ।তিনি গত মাসে সর্বাধিক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২৩ লক্ষ ৫৮ হাজার ৮ শ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেন।
সর্বাধিক মাদকদ্রব্য অভিযান পরিচালনাও উল্লেখ যোগ্য ভুমিকা রাখায় আজ ১৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যান সভায় ডিবির এস আই মমিরুল ইসলাম কে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।এ সময় জেলার উর্দ্ধতন পুলিশ অফিসার, ডিবি ওসি সহ সকল থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।