
জমকালো আয়োজনের মধ্যদিয়ে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় মাঠে গড়াবে আইপিএলের একাদশ আসর।এতে পার্ফরম করতে দেখা যাবে হৃত্বিক,জ্যাকুলিনসহ আরো অনেককেই।দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। ধোনির দলকে মোকাবিলার আগে অনুশীলনে বেশ ঘাম ঝড়িয়েছেন এ বছরই সানরাইজার্স হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে যোগ দেওয়া ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।
তা ছাড়া বাংলাদেশের কাটার-মাস্টারকে পেয়ে একটু যেন বেশিই উচ্ছ্বসিত মনে হলো মুম্বাইকে। দলে পৌঁছানো থেকে শুরু করে নিয়মিত নিজেদের পেজে আপডেট দিয়ে যাচ্ছিল এই ক্রিকেটারকে নিয়ে। এমনকি মুস্তাফিজের ভাষাগত সমস্যার কারণে দোভাষী হিসেবে সাবেক ওপেনার নাফিস ইকবালকেও দেশ থেকে উড়িয়ে নিয়ে গেছে দলটি।