
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ পিস ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর অনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন মধুপুর শ্রীমুখ কমিউনিটি ক্লিনিক এর সামনে হতে কূখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী আয়নুল হক(৩৩) কে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী আয়নুল হক (৩৩) গোবিন্দগঞ্জ উপজেলার মালংচা(মধুপুর) গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃত ফেন্সিডিলের মূল্য ১৮,০০০/- হাজার টাকা।আসামী আয়নুলের বিরুদ্ধে আরো ০৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ফেন্সিডিল সহ আটকের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।