
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শয়ন ঘরের ভিতর থেকে শিরিনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শিরিনা বেগমকে পিটিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে লাশ ঝুলে রাখার অভিযোগ সাজাহান আলী নামে তার দেবরকেও আটক করেছে পুলিশ।
জানা গেছে, আজ ২৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নির্দেশে এস আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকশিবপুর গ্রামের বালু শ্রমিক সাইদুল ইসলামের শয়ন ঘরের ভিতর থেকে তার স্ত্রী শিরিনা বেগমের লাশ উদ্ধার করেছে। উদ্ধার করার সময় লাশের গলায় ,মুখে ও অন্য স্থানে রশি চাপানো,মারপিটের চিহ্ন রয়েছে।শিরিনা বেগমের সঙ্গে তার শশুর ,শাশুড়ী ও দেবরদের সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। সেই কারনে,এ ঘটনার আগের দিন রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শিরিনাকে তার ছোট বোনের বাড়ী একই ইউনিয়নের দেবপুর গ্রাম থেকে দেবর শাহাজান ও শাশুড়ী শহর ভানু বাড়ীতে ডেকে নিয়ে আসে শিরিনাকে পারিবারিক কলোহের জের তাকে পিটিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে আত্নহত্যা হিসাবে চালিয়ে দেয়ার জন্য রশি দিয়ে লাশ ঝুলে রাখে।
পুলিশ বলছে মৃত্যুর প্রকৃত কারন নির্নয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেছে পুলিশ।
এ বিষয়ে শিরিনার পরিবার থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের জন্য এজাহার দিলেও রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ডের প্রস্ততুতি চলছিল।