
গাইবান্ধায় ৪ জুয়ারিকে হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত জুয়ারিদের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অর্থ জরিমানা করা হয়।
গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক ৬.৪৫ ঘটিকার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানাধীন মৌজা মালিবাড়ী দুলার ভিটা গ্রাম হতে ৪ জন জুয়ারুর (১) আব্দুর রাজ্জাক(২৬) পিতা মবেজ আলী ২।জহুরুল ইসলাম (৪৫) পিতা মৃত মতলেব আলী ৩।আমির হোসেন(৩০) পিতা মৃত শরিফ উদ্দিন ৪। দুলাল মিয়া (৩২) পিতা মৃত আকবর আলী সকলের সাং মৌজা মালিবাড়ী থানা ও জেলা গাইবান্ধাদেরকে জুয়া খেলারত অবস্থায় আটক পূর্বক ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে আদালতের নির্বাহী ম্যাজিস্টেট প্রত্যেকের ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করে।