
বাংলাদেশের ৩ বারের প্রধান মন্ত্রী, গনতন্ত্র পুনউদ্ধারে আপোসহীন মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বেলা ১ টার দিকে জেলা স্বোচ্ছসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে শহরের সার্কুলার রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসুচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি টি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হবার চেষ্টা করলে পুলিশী বাধার সম্মুখীন হয় পরে দলীয় কার্যালয়ের সামনেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুজ্জামান খান বাবু সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা অচিরেই দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিশর্ত মুক্তির দাবী জানান।