
গাইবান্ধা সদরে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাত্রী অনুমানিক ১১:১০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানাধীন পল্লী বিদু্ৎ অফিসের সামনে গাইবান্ধা টু পলাশবাড়ী রোডের দক্ষিন পার্শ্বে হতে ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী জাকারিয়া সরকার (২২) কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ইয়াবাসহ আটক জাকারিয়া সরকার (২২) গাইবান্ধা সদরের বিষ্ণুপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০০০০ (আশি হাজার টাকামাত্র)।আটককৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে সদর থানা একটি মাদক মামলা করা রুজু হয়েছে।