
গাইবান্ধায় জেলা পর্যায়ের ভূমি সেবা সেবা সপ্তাহ পালন উপলক্ষে আজ ১ এপ্রিল রবিবার শহরে র্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) রোখছানা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিয়তি রায়, সাব-রেজিস্টার রফিকুল ইসলাম, মৎস্যজীবি সমিতির বিজন কুমার দাস প্রমুখ।