
বিনোদন ডেস্ক: বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং সুকন্ঠী গায়িকা আখিঁ আলমগীর কে বৃষ্টিতে নেমে মনকাড়লেন শ্রোতা ও দর্শকদের।
‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামের নতুন একটি গানের সুরে ভিজেছেন তারা। গানটি সুর-সঙ্গীত করার পাশাপাশি লিখেছেনও তরুন মুন্সী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
মিউজিক ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই ধুমধামব ভাবে শ্রোতা দর্শকদের চোখের পলকেই এখন ইউটিউব ভিউ দাড়িয়েছে ১ কোটি ১১ লাখ ২শ ৯১ নব্বই।
‘টিপ টিপ বৃষ্টি’ ভিডিও গানের ভিউ সম্পর্কে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর কর্ণধার ধ্রুব গুহ বলেন আসিফ, আখি এর আগেও একসাথে অনেক কাজ করেছে। আমার আগে থেকেই অনেক ইচ্ছেছিলো এই দুই শিল্পীকে আবারও একসাতে করবো আর সেটা করেছি। ‘টিপ টিপ বৃষ্টি’ বর্তমান ভিউ আমার একার জয় নয়। আমি মনে করি এটা পুরো বাংলাদেশের জয়, গান প্রিয় মানুষদের জয়। আশা করি এভাবেই আমার ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর পাশেই থাকবে সকল দর্শক শ্রোতারা।
যে গান ও ভিডিও নিয়ে এত আলোচনা তাহলে চলুন এই ‘টিপ টিপ বৃষ্টি’তে আবারও ভিজে যাই একসাথে।