
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে আমাদের কিছুই করার নেই।আর তাকে মুক্তি দেয়া না দেয়া আদালতের বিষয়।
শেখ জামালের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ প্রমুখ।
সেতুমন্ত্রী আরো বলেন,বর্তমানে বিএনপি চায় না জেল জুলুম মোকাবেলা করে তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করুক। আর তারেক রহমানেরও সেই সাহস নেই ।