
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় দ্রুত কোটা পদ্ধতির সংস্কার ও আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর হামলার প্রতিবাদে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী সোয়ায়েবুর রহমান সজিব, গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা কোটা পদ্ধতির সংস্কারে দাবীতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর হামলার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত কোটা পদ্ধতির সংস্কারের জোর দাবী জানান। এ সময় শতাধিক শিক্ষার্থী কোটা পদ্ধতির সংস্কার দাবিতে বিভিন্ন লেখা প্লে-কার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।