
সরকারি চাকরিতে কোটাকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে তিনি এটিকে একেবারে বিলুপ্ত করা ঠিক হবে না বলে মত দিয়েছেন।
শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সরকার পাড়ায় দলের কর্মীসভার যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ মত দেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। দলটি ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেব। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টিই সরকার গঠন করবে।’
তিনি আরও বলেন, ‘সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। সম্প্রতি সেটিরই বহিঃপ্রকাশ ঘটেছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী প্রমুখ।