
বাস্তব সত্য হলো, আইপিএলের একাদশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে না অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে। দক্ষিণ আফ্রিকা বল টেম্পারিংয়ে সাহায্যের ঘটনায় তাকে একবছরের নিষেধাজ্ঞায় ফেলে ক্রিকেট অস্ট্রেলিয়া। যার পরিপ্রেক্ষিতে আইপিএল যাত্রাও বন্ধ হয়ে গেল সানরাইজার্স অধিনায়কের।
দল থেকে নিষেধাজ্ঞার পর অজি সহ-অধিনায়ক ওয়ার্নার জানিয়ে দিলেন তিনি আর ক্রিকেটে ফিরছেন না। তার এমন বক্তব্যে কষ্ট পেয়েছে অস্ট্রেলিয়া তথা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তরা। দল থেকে বাদ, আইপিএলে নেইও অভিভাবক ওয়ার্নার। বিষয়টি মোটেও মেনে নিতে পারছেন না টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলে দল পরিবর্তনের ফলে মুম্বাইয়ে অবস্থান করলেও ক্যাপ্টেন ওয়ার্নারকে চরম মিস করছেন কাটার মাস্টার।
শনিবার (৩১ মার্চ) টুইট করে জানিয়ে দিলেন মনের আকুতি। বললেন, ‘‘ওয়ার্নার সব সময় আমাকে সার্পোট দেন। উৎসাহ দেন ভালো কিছু করতে। কিন্তু বর্তমানে সে নিজেই চরম বাস্তবতার মুখোমুখি। তারপরও বলি ‘প্লিজ ভেঙ্গে পড়ো না। শক্ত থাকো।’ আমি তোমার অভিভাবকত্ব চরম মিস করছি।’’
প্রসঙ্গত, ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্ব প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নেন ১৭ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। ২০১৬ আইপিএলে প্রথম বিদেশি হিসেবে ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন।