
পশ্চিম ইউরোপের দেশ ইতালির মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুল হক স্বপন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে মিলান সেন্ট্রাল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের দেশের বাড়ি মানিকগঞ্জের বারুয়াখালিতে। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি পাঁচ বছর ধরে মিলানে বসবাস করছিলেন। একটি রেস্টুরেন্টে কাজ করতেন স্বপন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নাইট ডিউটি শেষে ফেরার পথে নিজ বাসার সামনে দুই ছিনতাই কবলে পরে চারজন। তারা সবাই রেস্টুরেন্টে কাজ করতেন। এ সময় কথা বলার একপর্যায়ে স্বপনকে ছুরিকাঘাত করা হয়।
এছাড়া ছুরিকাঘাত করা হয় আরো দু’জনকে। ঘটনাস্থলেই মুমূর্ষ হয়ে পড়ে স্বপন। হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত দু’জন চিকিৎসাধীন।
প্রবাসীর আরো খবর…
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত
জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকায় নুর হোসেন এ্যপলো (৩৫) নামে এক বাংলাদেশি সন্ত্রাসীদের গুলিতে করে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে (স্থানীয় সময় রাত ১টায়, ২০ এপ্রিল) খাউটেং প্রদেশের জোহানেসবার্গে তার নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়।
নিহত নুর হোসেন এ্যপলো নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এসহাকমিস্ত্রি বাড়ির হাবিব উল্যাহ চৌধুরীর সন্তান।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ২০ এপ্রিল নিহত এ্যপলো জোহানেসবার্গে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ্যপলোর মরদেহ দক্ষিণ আফ্রিকার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুছাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।