
২৬শে এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন ‘আয়নাবাজি’খ্যাত নাবিলা। নাবিলার বর জোবায়দুল হক। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে।
সেখানে দু’পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানান নাবিলা। নাবিলা বলেন, ‘বিয়ে আর হলুদে জামাকাপড়ের আশি ভাগ দেশ থেকে নেওয়া, বাকি ২০ ভাগ কলকাতা থেকে কিনেছি। বিয়ের পোশাকের নকশা আমি নিজেই দিয়েছি।’
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরদিন ২৭শে এপ্রিল নবদম্পতি উড়াল দেবেন ম্যানচেস্টারে।
নাবিলা বলেন, জোবায়দুল হককে প্রাতিষ্ঠানিক কাজে যেতে হচ্ছে ম্যানচেস্টারে। তার সঙ্গে আমি যাচ্ছি। এটিকে হানিমুন বলা যাবে না। ও সেখানে চার দিন অফিসের কাজেই ব্যস্ত থাকবে। কাজের ফাঁকে আমাকে কিছু সময় দেবে। ২রা মে দেশে চলে আসব।
প্রসঙ্গত, জোবায়দুল হকের কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। নাবিলারও জন্ম সৌদি আরবে। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের আনন্দময় দিনগুলোও কেটেছে জেদ্দা শহরে। সেখানেই নাবিলা এবং জোবায়দুল হকের পরিচয়।
আরো পড়ুন…
কথা আর কাজের মিল রাখলেন অনন্ত জলিল
রাজধানীতে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীবের (২১) হাত কাটা পড়েছিল একথা সবাই জানেন। ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৬ এপ্রিল রাজীব মৃত্যুর কাছেও হার মানেন।
এ খবরে সারাদেশবাসী মর্মাহত হয়। খবরটি কোন এক সংবাদপত্রের মাধ্যমে দেখতে পান অনন্ত জলিল। রাজিবের মৃত্যুতে তিনিও গভীরভাবে মর্মাহত হন। নিজের জন্মদিনে সৌদি আরবের মক্কায় অবস্থান করছিলেন তিনি। সেখান থেকে এক ফেসবুক বার্তায় জানান রাজীবের ছোট দুই ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নিতে তিনি আগ্রহী।
যেই ঘোষণা সেই কাজ। মাত্র দু’দিনের মাথায় দুই ভাইয়ের থাকা-খাওয়া ও পড়াশুনার বন্দোবস্ত করলেন অনন্ত।
জানা যায়, দুই ভাইয়ের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তিনি। সাভারের হেমায়েতপুরে তাদের জন্য একটি বাসা ঠিক করা হয়েছে। শিগগিরই স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করানো হবে।
অনন্ত জানান, ওদের ভালো-মন্দ সবকিছুর খোজঁখবর রাখার জন্য আমার পরিচিত একজন মুফতিকে দায়িত্ব দিয়েছি। উনি ওদের পড়াশুনা বা অন্যান্য সবকিছু দেখভাল করবেন। আর সপ্তাহে শনিবার আমার সঙ্গে দেখা করবেন। চাইলে যে কোন সময়ই ওরা দেখা করতে পারে। কিন্তু শনিবার ওদের জন্য ফিক্সড। আর আমিও যাতে ইচ্ছে হলেই খোঁজখবর রাখতে পারি তাই আমার অফিসের কাছাকাছি হেমায়েতপুরে রাখছি।
অনন্ত জলিলের এমন দৃষ্টান্ত আরও অনেক রয়েছে। চলচ্চিত্রে এখন তাকে না দেখা গেলেও চলচ্চিত্রের কোন মানুষ যদি তার কাছে সাহায্যের জন্য যায়, তাকে খালি হাতে ফেরান না এই নায়ক। পেশাগত জীবনে তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নানা সামাজিক কর্মকান্ডও করে থাকেন। তার অর্থায়নে তিনটি এতিমখানা চলে। মিরপুর ১০ এ বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো।
অনন্তর স্ত্রী ও নায়িকা বর্ষা জানান, এগুলো নিয়ে নিউজ হোক তা আমরা চাই না। আমি চাই অনন্তকে দেখে সমাজের আরও দশজন ভালো কাজ করতে উদ্বুদ্ধ হোক। রাজিবের দুই ভাইকে সাহায্য করেছি বলে এত হইচই করার কিছু নেই। এটা সবসময়ই করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের পাশে সবসময় থাকতে পারি।