
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল পল্লীতে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নাশকতা ও জঙ্গিবিরোধী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ধর্মবর্ণ নির্বিশেষে সমভাগে সকলে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন বাল্যবিবাহ, যৌতুক, মাদক, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ সামাজিক অবক্ষয়ে একটি ব্যাধি। এ ব্যাধি দূরকরণে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত আছে এবং আগামীতেও থাকবে।
সাপমারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা সুবল হেমব্রম এর সভাপতিত্বে আজ ১৩ এপ্রিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুর রাফিউল আলম, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি –সার্কেল) রেজিনুর রহমান, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, রাফায়েল হাসদা প্রমুখ।
মতবিনিময় শেষে সাঁওতাল জনগোষ্ঠীর নারী পুরুষের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,জেলা পুলিশ জেলা জুড়ে বাল্যবিবাহ, যৌতক,মাদক, সন্ত্রাস, নাশকতা,জঙ্গিবিরোধী জনসচেতনতা বৃদ্ধিকল্পে কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।