
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঝড়ো বাতাসের দিনে স্ত্রী মেলানিয়ার পাশে থাকার চেয়ে বরং তার চুলকে রক্ষা করতে এবং কেবল নিজের আশ্রয়ের জন্যই দৌড়াতে পছন্দ করেন। সাম্প্রতিক কিছু সফরে এমনটাই দেখা গেছে।
৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী ৪৭ বছর বয়সী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক সফরগুলোতে স্পষ্টতই বিতর্কের সৃষ্টি করেছেন।
একজন কমান্ডার ইন চীফ হিসেবে ও একজন স্নেহপরায়ণ স্বামীর দায়িত্ব পালনের পরিবর্তে স্ত্রী মেলানিয়ার চেয়ে তিনি বরং ঝড়ো বাতাস থেকে নিজের চুলকে রক্ষা করাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের ভিতরের একজন ‘হলিউড লাইফ ডটকম’কে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কখনোই তার সঙ্গীর জন্য অপেক্ষা করেন না অথবা অন্যদের জন্য খুব বেশি চিন্তা করতে পারেন না। ট্রাম্পকে যারা চিনেন- তারা সবাই তার সম্পর্কে সব কিছু জানেন, তার প্রধান আকর্ষণে (চুলে) পুরো পৃথিবী তার চারপাশে ঘুরপাক খেলেও এতে তার কিছু আসে যায় না।’
তিনি আরো বলেন, ‘যখন ঝড় বা বৃষ্টিপাতের মতো খারাপ আবহাওয়া বিরাজ করে, তখন ডোনাল্ড ট্রাম্পের সমস্ত মনোযোগ কেবল তার নিজেকে নিয়েই।’
সম্প্রতি প্রচণ্ড বেগে বাতাস প্রবহিত হওয়ার সময় বিমানে ওঠতে গিয়ে চুল এলোমেলো হওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্প সংবাদের শিরোনাম হন। ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিওটি থেকে ছবি তুলতে খুব বেশি সময় নেননি এবং তারা এটিকে হাস্য-রসাত্মক ঘটনায় পরিণত করেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এতে খুব খুশি হন নি।

হোয়াইট হাউজের ওই ইনসাইডার বলেন, ‘কয়েক সপ্তাহ আগের ছবিগুলোতে দেখা যায় বাতাসে ডোনাল্ড ট্রাম্পের চুলগুলো উড়ছে ও এর ভিতরে তার পুরো টেকো মাথা দেখা যাচ্ছে, যা সম্পূর্ণভাবে তাকে ক্ষুব্ধ করেছে। রাগে তিনি অনেকটা কৃষ্ণ নীলবর্ণ ধারণ করেন। ডোনাল্ড ট্রাম্প কারো কৌতুহলের নিশানা হতে পছন্দ করেন না, বিশেষ করে তার চুলের বিষয় নিয়ে। এটি তার জন্য অবিশ্বাস্যভাবে স্পর্শকাতর এবং অত্যধিক সংবেদনশীল।’
তিনি আরো বলেন, ‘এই পর্যায়ে মেলানিয়া এর শিকার হন এবং বেশ স্পষ্টভাবে, ট্রাম্পের টেঁনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেয়ে তিনি বরং তার নিজের গতিতে হাঁটতে থাকেন। কেননা, ট্রাম্প ভিতরে যাওয়ার জন্য মরিয়া হয়ে ছুটতে শুরু করেন।’
এ ধরনের অনেক উদাহরণ রয়েছে। এই রকম মুহূর্তে মেলানিয়াকে বেশ অসন্তুষ্ঠ দেখা গেছে।
সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই তার চুলের উপর কম মনোযোগ দিবেন এবং তার স্ত্রীর উপর আরো বেশি মনোযোগ কেন্দ্রীভূত করার চেষ্টা করবেন? আমরা সেটাই আশা করি।
হলিউড লাইফ ডটকম অবলম্বনে