
গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগন্জ উপজেলার সীমনা ঘেষে প্রতিবছরের ন্যায় এবার ও বাংলাবর্ষের পহেলা চৌত্র বৃহস্পতিবার বসেছে ঐতিহাসিক বান্নী মেলা যা ফুলের বান্নী বলে পরিচিত। মেলাকে কেন্দ্র করে প্রতি বছর ঐ এলাকায় চলে জমজমাট জুয়ার আসর। প্রতিবছরের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবার ও মেলা ও এর আশপাশ এলাকায় জুয়া বসার চেষ্টা করে। কিছু সময় জুয়ার আসর গুলো খেলার কার্যক্রম শুরু করে বেশ কিছুক্ষণ খেলাধুলা চলে পরে পুলিশ জুয়া খেলা পন্ড করে এসময় একজন আটক করে।
স্থানীয় প্রভাবশালীদের মদদে বেশ কয়েকজন জুয়ারু জুয়া খেলার আসর বসায় এখবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল রেজিনুর রহমানের কঠোর নির্দেশে পলাশবাড়ী থানা ওসি মাহামুদুল আলম এবং গোবিন্দগন্জ থানার ওসি মুজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে পলাশবাড়ী থানার এস আই তনয় কুমার, এস আই আব্দুল হামিদ,এস আই শাহ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স মেলায় অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা দিক বিদিক ছুটতে থাকে।পুলিশ জুয়ার সরঞ্জামাদী জব্দ করে আগুন দিয়ে পুরে ছাড়খার করে।এবং ঘটনাস্থল থেকে এক জুয়ারীকে আটক করে।
এরিপোর্ট লেখা পর্যন্ত ফুলে বান্নী মেলা ছিল জুয়া মুক্ত। এই প্রথম জুয়া মুক্ত মেলা অনুষ্ঠিত হওয়ায় সচেতন এলাকাবাসী পুলিশ প্রশাসনের এ কর্মকান্ড পরিচালনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।