
জুয়ারুদের অত্যাচারের এলাকাবাসী চরম অতিষ্ঠ। মনে হয় তারা যেন শুধু জুয়া খেলার জন্যই মেলার ডাক দিয়েছে স্থানীয় জুয়ারু চক্র। জেলার সর্বত্র মেলার নামে চলছে জমজমাট জুয়া খেলা।
গ্রাম্য মেলার নামে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অদ্য আজ ১৭ মার্চ শনিবার বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন ৯ নং বনগ্রাম ইউপির অন্তর্গত পূর্বমন্দুয়ার মৌজার টুনিরচর নামক স্থানে অভিযান চালিয়ে ৭ জুয়ারু কে জুয়ার সরমঞ্জামসহ আটক করে।
আটককৃত জুয়ারু হলো (১) সাইফুল রতন(৪০) পিতা-মুনছুর মিয়া সাং-টুনিরচর (২)খায়রুল ইসলাম(৪২) পিতা মনির উদ্দিন সাং-গোবিন্দপুর(৩) আবু বক্কর(৫৫)পিতা-মৃত আবুল কাশেম সাং-কৃষ্টপুর (৪) আঃ রউফ(৩৭) খোকা মিয়া সাং-হিয়ালী সকলের থানা-সাদুল্যাপুর জেলা-গাইবান্ধা (৫) সাদেকুল মিয়া(৩৫), পিতা-মৃত গুলমোহন সাং তালুকমন্দুয়ার। (৬) সাইদুল ইসলাম(৫৪)পিতা-মৃত আজিজুর রহমান সাং-খামারটেঙ্গরজানী সকলের থানা ও জেলা-গাইবান্ধা (৭) আব্দুল মালেক(৩৫) পিতা-মৃত দেলবর গাছু সাং-বিহারামপুর থানা-সাদুল্যাপুর জেলা-গাইবান্ধাদের হাতে নাতে আটক করে।
আটককৃত জুয়ারুরা এলাকায় পেশাদার জুয়ারু বলিয়া পরিচিত।
ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান, আটককৃতদের নিকট হতে জুয়া খেলার যাবতীয় সামগ্রী জব্দ করা হয়। আটক জুয়ারুদের বিরুদ্ধে এ বিষয়ে সাদুল্যাপুর থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।