
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দুই বীরঙ্গনা মুক্তিযোদ্ধাকে ফুল, মিষ্টি ও নগদ টাকা উপহার দিলেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
আজ ২৫ মার্চ রবিবার বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধা ফুলমতি রবিদাস ও সাফাতন বেওয়ার হাতে এসব উপহার তুলে দেন তিনি। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দুই জনকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, খাদ্য কর্মকর্তা মোফাখারুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাদেকুর রহমান প্রমুখ।