
শিক্ষাগত যোগ্যতায় উন্নীকরণ ও নিয়োগবিধিসহ ৬ দফা দাবীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি গাইবান্ধার সাঘাটা উপজেলা শাখার কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ ৫ মার্চ সোমবার বেলা ১১ টায় সাঘাটা উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারী (এফডবিউএ) কর্মীরা হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন করে।
এসময় দাবী আদায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, সাঘাটা উপজেলা শাখার সভাপতি রুহল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহসভাপতি সুলতানা রোখসানা, নিশাওয়াৎ নাহার।
বক্তারা বলেন, ১৯৭৬ সালের পর থেকে মাঠ পর্যায়ে এফপিআই ও এফডবিউএ অক্লান্ত পরিশ্রম ও যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে শিশু ও মাতৃমৃত্যু, প্রজনন স্বাস্থ্য সেবা ও পরামর্শ, ইপিআই কর্মসূচিতে সফলতা অর্জন করলেও এসব কর্মীদের শিক্ষাগত যোগ্যতায় গ্রেড উন্নীতকরণ ও নিয়োগ বিধিতে বৈষম্যর কথা জানান।
এদিকে এদিনে জেলার সকল উপজেলায় একই দাবীতে মানবন্ধন করেছে পরিবার পরিকল্পনা বিভাগের এ কর্মীরা।