
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের আজীবন দাতা সদস্য ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম সরকার গতকাল রবিবার ১১ মার্চ রাত ১টা ৫০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মরহুমের জানাযা নামাজ আজ সোমবার বাদ যোহর কঞ্চিপাড়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
মরহুমের আত্মার শান্তি কমনায় করে ও শোকাহত পরিবারের প্রতি স্বশরীরে উপস্থিত হয়ে সমবেদনা জ্ঞাপন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার অত্র এলাকা মাটির নেতা এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। আরো জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ উপজেলার বিভিন্ন রাচনৈতিক, সামাজিক,পেশাজীবী, সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।