
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ-বিএনপি দু’দলই প্রস্ততি নিচ্ছে, তবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের নয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জে দলীয় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শ্লীলতাহানির ঘটনায় কাউকে ছাড় নয়: ওবায়দুল কাদের
‘ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বুধবার নারীদের শ্লীলতাহানিার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে দফতর উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তা দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে খোদ জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ওবায়দুল কাদের বলেন, ‘৭ মার্চ সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কেউই ছাড় পাবে না। আমরা বিগত দিনে এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেইনি। বুধবারের ঘটনাতেও কাউকে ছাড় দেয়া হবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশস্থলে? সমাবেশস্থলে হয়েছে? সমাবেশের বাইরে ঢাকার রাস্তায় কোথায় কি হয়েছে, এটা আমাদের দলের বিষয় নয়। আর এটাতে অবশ্যই সরকারের দায় আছে। কোথাও যদি কিছু ঘটে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খতিয়ে দেখছেন, ব্যবস্থা নেয়া হবে।’
জাতির জনকের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতির দিন উপযাপনে গতকাল বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে আওয়ামী লীগ।
সমাবেশস্থল মুখী মিছিল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নারীদের শ্লীলতাহানি করা হয়েছে বলে ভুক্তভোগীরা তাদের ফেসবুকে পোস্ট দেন। এর মধ্যে বাংলামটর এলাকায় অদিতি বৈরাগি নামে এক স্কুলছাত্রী তাকে করা শ্লীলতাহানির স্ট্যাটাস দিলে সেটি নিয়ে হৈ চৈ শুরু হয়।
তার এই বক্তব্যের পরপরই ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তবে এটি যেহেতু সমাবেশস্থলের বাইরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘটেছে, সেজন্য এটি ‘দলীয় বিষয় নয়, সরকারের দায় আছে’ বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তর উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- দপ্তর উপ-কমিটির সদস্য সচিব দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কমিটির সদস্যরা।