1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসপাতালের বেড থেকেই লাইভে সংবাদ: পেশার প্রতি দায়িত্ববোধে আলোচনায় সাংবাদিক রবিউল ইসলাম স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই – এটিএম আজহারুল ইসলাম রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে ইইউ সংসদ নির্বাচনে ইসি থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে আলোচনা: ব্যয় সাশ্রয় ও যৌথ আয়োজনের দাবি সচেতন মহলের পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ

যারা জাতীয় গণহত্যা দিবস পালন করে না তারা পাকিস্তানের দোসর: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ২৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জাতীয় গণহত্যা দিবস পালন করে না তারা পাকিস্তানের দোসর।

রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বিশেষ যাত্রীসেবা ‘উষা সার্ভিস’, ‘উত্তরা সার্কুলার সার্ভিস’ ও ‘অফিস যাত্রী সার্ভিস’ এর উদ্বোধন করেন তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘২৫ মার্চ যারা গণহত্যা দিবস হিসেবে পালন করবে না, তারা পাকিস্তানের পারপার্স সার্ভ করছে।’

তিনি বলেন, ‘পাকিস্তান এ গণহত্যার দায় স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই, অনুতাপ প্রকাশ করেনি। সেই পাকিস্তানের বন্ধুরাই এ দিবস পালন করবে না, সেটাই স্বাভাবিক।’

তিনি আরো বলেন, ‘এদেশে যারা সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারা পাকিস্তানের বন্ধু। যারা এ গণহত্যা দিবস পালন করছে না, তারা পাকিস্তানের বন্ধু, দোসর।’

অবৈধ ক্ষমতা দখলের দিন জাতীয় পার্টির মহাসমাবেশ করে উদযাপনকে কীভাবে দেখছেন-জানতে চাইলে কাদের বলেন, ‘তারা তো নিবন্ধিত, বৈধ রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছে। এ দেশে এ সকল বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই।’

কাদের বলেন, ‘স্বৈরাচারী শক্তি হিসেবে আমরা যাকে বলি, পতনের কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচনে এরশাদ সাহেব পাঁচ সিটে (১৯৯১ সালের নির্বাচনে রংপুরের পাঁচটি আসনে জিতেছিলেন এরশাদ) বিজয়ী হয়েছিলেন।’

তিনি বলেন, ‘তারা তো নির্বাচন করে আসছে,এখন সংসদে বিরোধী দল হিসেবে আছে। বৈধ রাজনৈতিক দল হিসেবে তাদের সভা-সমাবেশ নতুন কিছু নয়। এখন সোহরাওয়ার্দী করার পর কেন প্রশ্ন আসবে?’

আওয়ামী লীগ তো এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বে ছিল। এই দৃষ্টিকোণ থেকে শনিবারের সমাবেশ খারাপ লেগেছিল কি না-এমন প্রশ্নও ছিল গণমাধ্যম কর্মীদের। জবাবে কাদের বলেন, ‘এ দেশের আরও খারাপ লাগার বিষয় আছে। সেগুলোতো হজম করে যাচ্ছি।’

বাংলাদেশ একনায়কতান্ত্রিক শাসনের অধীনে এবং এখানে গণতন্ত্রের নূন্যতম মানদণ্ড নেই বলে জার্মান গবেষণা সংস্থা বেরটেলসম্যান স্টিফটুং এর প্রতিবেদনের বিষয়েও কাদেরের মন্তব্য জানতে চান গণমাধ্যম কর্মীরা।

জবাবে তিনি বলেন, ‘আমাদের দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ ও এইচ টি ইমাম সাহেব এ বিষয়ে কথা বলেছেন। এখন আমি নতুন করে একই বক্তব্য রাখতে হবে, এটার তো কোনো মানেই নেই।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘তবে আমি এটা বুঝি যেই মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক ধাপ অতিক্রমের স্বীকৃতি দিল, সেই সময়ে এ রিপোর্ট কেন, এটা আমার প্রশ্ন।’

বিআরটিসির ৩০০ বাস অক্টোবরের মধ্যে
বিআরটিসির সেবা আরও বাড়াতে অক্টোবরের মধ্যে তিনশ বাস সংস্থাটির বহরে যোগ হবে বলে জানান সড়ক মন্ত্রী। এর মধ্যে দুইশটি দ্বিতল এবং একশটি একতলা বাস।
এর বাইরে ৫০০টি ট্রাকও যোগ হবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটিতে। আর এসব গাড়ি আনা হচ্ছে ভারত থেকে। অচিরেই এ বিষয়ে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান কাদের।

মন্ত্রী বলেন, ‘এ সকল গাড়ি আনা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, আমরা বৈঠকের পর বৈঠক করেছি। কোয়ালিটির বিষয়ে আমাদের কিছু কিছু কোয়ারি ছিল, তাতে ভারতও একমত হয়েছে।’

রাজধানীতে বিআরটিসির ২৩টি নতুন রুটে ৬৫টি গাড়ি চালু করা হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘আজকেও তিনটি রুটে বিআরটিসির ১০টি গাড়ি যাবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft