
মেহেরপুরে শিশু শিল্পীদের রং-তুলিতে আঁকা চিত্র প্রদর্শনী হলো। আজ শুক্রবার নগরের প্রাণকেন্দ্রে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এ চিত্র প্রদর্শণীর অয়োজন করা হয়। প্রদর্শনীর নামকরণ করা হয় ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ ও তার সম্মুখ যাত্রা’। মেহেরপুরের ‘চিত্রকোণ আঁকাশেখা’ এর আয়োজনে চারুশিল্পী গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
দর্শনার্থীরাও মুগ্ধ শিশুদের রং-তুলিতে আঁকা চিত্র দেখে। যারা আঁকিয়ে তাদের সকলের বয়স ৫ থেকে ৯ বছরের মধ্যে। এসব শিশুরা তাদের ভাবনায় এঁকেছে ঘুড়ি উড়ানো, গ্রামের মেঠো পথ, উন্মুক্ত নির্মল আকাশ, নদী, গ্রাম, মুজিবনগর স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, শীতের সকালে আগুণ জ্বালিয়ে তাপ নেয়া, হাতি, ঘোড়া কত কী। মেহেরপুরের ৫০ জন শিশু শিল্পীর ২শ চিত্র প্রদর্শন করা হয়। এসব শিশুরা মেহেরপুরে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত চারুশিল্পী নুরুল ইসলাম জিবুর ‘চিত্রকোণ আঁকাশেখা’র শিক্ষার্থী।
চারুশিল্পী গোলাম মোস্তফা জানান, শুধু বড়দের চিত্র প্রদর্শনী হবে কেন? শিশুরাও তো স্বপ্ন দেখে তাদের আঁকা চিত্র প্রদর্শনী হোক। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে এবং তাদের এই শিল্পের প্রতি উৎসাহিত করতেই এমন আয়োজন। চিত্রকোণের এ শিক্ষক নুরুল ইসলাম জিবু জানান, তার ছাত্ররা যেভাবে বাংলাদেশকে দেখেছে এবং আগামীতে কেমন দেখতে চায় এমন চিত্রগুলোই প্রদর্শন করা হয়েছে।সুত্র-বাসস