
মায়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিং অনের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেস। সম্প্রতি আবারো রোহিঙ্গাদের জাতিগত পরিচয় অস্বীকার করে তাদের বাঙালি আখ্যা দেন।
জাতিসংঘ মহাসচিব মায়ানমারের সেনা নেতৃত্বকে ঘৃণাবাদী সংস্কৃতির বাইরে আসার তাগিদ দিয়েছেন।
মায়ানমার তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনকে দিন রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার এক সেনা সমাবেশে অতীতের ধারাবাহিকতায় সম্প্রতি এক সেনা সমাবেশে মায়ানমারের শীর্ষ জেনারেল মিং অন আবারও রোহিঙ্গাদের মায়ানমারের অধিবাসী হিসেবে মানতে অস্বীকৃতি জানান।
তিনি তাদের বাঙালি আখ্যা দেন। বলেন, মায়ানমারের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে রোহিঙ্গাদের চরিত্রের কোনও মিল নেই।
গুয়েতেরেস এক বিবৃতিতে জানান, সেনাপ্রধানের এই বক্তব্যে তিনি মর্মাহত। রোহিঙ্গাদের প্রতি ঘৃণাবাদী দৃষ্টিভঙ্গির বাইরে আসতে মায়ানমারের নেতৃত্বকে তিনি সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। আহ্বান জানান, সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করার।
কোচিনের সেনা সমাবেশে মায়ানমারের সেনাপ্রধান রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে দাবি করেন, তাদের নাগরিকত্বের দাবিই চলমান সংকটের কারণ।
গুয়েতেরেস তার বিবৃতিতে বলেছেন, পরিস্থিতি এমন করে রাখা হয়েছে যে স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ নিশ্চিত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা সংকট তদন্তে মায়ানমারে প্রবেশাধিকার চাইলেও নেপিদো কর্তৃপক্ষ এখনও তাদের অনুমতি দেয়নি।