
গাজীপুর জেলার সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর হাইওয়ে পুলিশের এসআাই আ. মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খালি ট্রাক দাড়াঁনো ছিল। এসময় ময়মনসিংহগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। নিহতেদের পরিচয় পাওয়া যায়নি।
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মাইক্রোবাস থেকে বের করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।