
জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলার রায়ে বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির ও মামলা প্রত্যাহারের দাবীতে জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১ মার্চ বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা জেলায় লিফলেট বিতারণ উদ্বোধন করেন । এদিন সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলায় এবং রাত ৮টায় পলাশবাড়ীতে উপজেলায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পলাশবাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক দলীয় অফিসের সামন থেকে জনতা ব্যাংক মোড় রাব্বির মোর চৌমাথা হয়ে থানার সামন পর্যন্ত ঘন্টাব্যাপি লিফলেট বিতারণ করেন।
এসময় প্রতিটি দোকান ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির আহবায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক আবু আলা মওদুদ, জাহাঙ্গীর আলম,সদস্য শরিফুজ্জামান শরিফ,আজাদুল আকন্দ,জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান লিক্সন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন,যুগ্ম আহবায়ক ও ছাত্রদলের আহবায়ক আব্দুল মোত্তালীব সরকার বকুল, কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম ছকু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ-জালাল, পলাশবাড়ী কলেজ শাখার সভাপতি মামুন,থানা ছাত্র নেতা মিল্লাত সরকার মিলনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।