
বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। হালের অন্যতম আকর্ষণীয় এবং চাহিদাসম্পন্ন অভিনেত্রী তিনি। সমানভাবে কাজ করছেন তামিল, তেলেগু এবং বলিউড সিনেমাতে। দক্ষিণী সিনেমার শীর্ষস্থানীয় নায়কদের সঙ্গে যেমন জুটি বেঁধে অভিনয় করেছেন, তেমনি কাজ করেছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার ও অজয় দেবগনের সঙ্গেও।
এবার তামান্না ভাটিয়াকে দেখা যাবে অভিনেতা ভেঙ্কটেশ ডাজ্ঞুবতীর বিপরীতে। যার বয়স ৫৭ বছর। তামান্নার চেয়ে বয়সে তিনি ২৯ বছরের বড়। অর্থাৎ ২৯ বছরের বড় নায়কের সঙ্গেই এবার রোম্যান্স করবেন তামান্না।

ভেঙ্কটেশ ডাজ্ঞুবতী
ছবিটির নাম ‘এফ টু’। এটি নির্মাণ করছেন প্রযোজক অনিল রাভিপুডি। গল্প, চিত্রনাট্য ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এরই মধ্যে। আগামী এপ্রিলেই শুরু হবে ছবিটির শুটিং। ‘এফ টু’র মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন ভেঙ্কটেশ ও তামান্না।