
বুবলী কোথায়? শাকিব-অপু নিয়ে এত ঘটনা ঘটনার পর এমন প্রশ্ন যেন খুব স্বাভাবিক এখন। কারণ মাঝে শাকিবের সাথে সম্পর্ক নিয়ে আলোচনায় আসার পর থেকে অনেকটা আড়ালে এখন তিনি। গণমাধ্যমে কোনো সাক্ষাত্কার বা ঠিক কতগুলো ছবিতে অভিনয় করছেন তাও কেউ জানে না।
মিডিয়াতে অভিযোগ ফোনেও আজকাল পাওয়া যায় না বুবলীকে। হঠাৎ করে তার এই ডুব দেওয়ার কারণ হতে পারে তিনি এখন শাকিব খানের নায়িকা। বিভিন্ন টিভি শোতে শাকিব ছাড়া বুবলির একক কোনো উপস্থিতি নেই। এমনকি পরিচালক বা প্রযোজকের সাথেও একই অনুষ্ঠানে দেখা নেই তার।
চলচ্চিত্র মহল বর্তমান চিত্রকে বলছে, ইতিহাস আবার ফিরে আসছে। অপু বিশ্বাসের সূত্র ধরেই বিষয়টি বলা যায়। কারণ ঠিক এমন অবস্থায় এক সময় তাকে নিয়ে আলোচনা হতো। বিশেষ দিবস ছাড়া আর টিভি অনুষ্ঠান বা পত্রিকার পাতায় ছিল না তার কোনো কথা। ঠিক এমন অবস্থা এখন বুবলীর।
পৃথিবীর অন্য কোন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন নজির দেখা যায়না। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির চিত্রটা ভিন্ন। গত কয়েক মাসে বুবলী ঠিক কোথায় আছেন, কোনো ছবির শুটিং করছেন কি-না বা তার সামনে কাজের পরিকল্পনা সম্পর্কে নতুন কিছু জানা নেই। আলোচনা থেকে নিজেকে আড়াল করতে সাংবাদিকদের একরকম এড়িয়ে চলছেন বুবলী।
গত ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়। শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিল ছয় মাস বয়সী ছেলে আব্রাম। সেদিন অপু বলেন, ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে।’
সেদিন বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয়নি দুজনের। গত বছর ২২ নভেম্বর শাকিব খান তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান। ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়।