
মঙ্গবার সন্ধ্যায় ডাকা জরুরি বৈঠক স্থগিত করেছেন বিএনপি’র সিনিয়র নেতারা। সন্ধ্যা ৭টায় বিএনপি’র চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে বৈঠক ডেকে কি কারণে স্থগিত করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল।
দায়িত্বশীল সূত্রে জানা যায়, বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা, দলের মহাসমাবেশ ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।