
রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেই হাসান নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হাসানের বিরুদ্ধে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে।
জানা যায়, ঘটনাস্থল থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সার্জেন্ট সোহেল রানার চুরি হওয়া দুইটি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে পীরেরবাগের একটি বাসায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ইন্সপেক্টর জালাল নিহত হন। ওই ঘটনায় পুলিশ হাসানের স্ত্রী তানিয়াকে গ্রেফতার করে।
তানিয়া গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বলা হয়েছে, ঘটনার দিন তার স্বামী হাসান পুলিশের কাছ থেকে চুরি করা অস্ত্র দিয়ে ইন্সপেক্টর জালালকে গুলি করে।
রাজধানীতে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, আহত ২ পুলিশ
এর অাগে রাজধানী ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। এসময় পাল্টা গুলি চালায় পুলিশ।
এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের একজনের নাম জালাল। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানিয়েছেন, ওই বাসায় ডিবির একটি দল অপারেশনে গিয়েছিল। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।
খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। সেখানে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।